রাতে বুঝি আসবে যুদ্ধবিরতি


ভালোবাসা ছাড়া দেখার চোখটা ঘোলাটে


তুমি ভালোবেসে ছিলে,

বুক পকেটে রেখেছিলাম। 

পকেট টা ছেড়া ছিলো, 

রাখতে পারি নি!


বিষন্নমুখর চারিদিকে, 

অন্ধকারের ছোটাছুটি। 

স্বপ্ন ভাঙার আওয়াজে 

ঘড়িটাও উল্টো ঘুরে। 


স্মৃতির চাদরে আবদ্ধ কুয়াশার চোখে,

আমি চাদের আলো খুজি। 

দিনভর বিক্ষোভে, 

রাতে বুঝি আসবে অই যুদ্ধবিরতি!


না,আমার রাজ্যে শান্তি নামে নি।

ফোলা চোখে ঘুম নামে নি!


আবার দৌড়ে গেছি,

ততক্ষনে ভালোবাসা ধূলায় লুটোপুটি খাচ্ছে,

হাতে ময়লা লাগবে 

তাই আর উঠিয়ে আনি নি।


কবিতার_ভাঙা_অংশ 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন