মুক্তির সৃষ্টি

মুক্তির সৃষ্টি _আবার স্বাধীনতা




আমি ভুলতে পারবো না ,

আমি ভুলতে দিবো না ,


ভিজিয়েছো আকাশ হয়ে র*ক্তের বৃষ্টি।


আমি ৭১ দেখি নি, আমি ২৪ এ এসেছি 


তোমরা দিয়ে গেলে মুক্তির সৃষ্টি।


হল থেকে রাজপথ, রাজপথ থেকে গলিতে


জোনাকী আলো ছড়ায় অন্ধকারে।


মুক্তির দিশা তুমি ,প্রেরণা আমাদের 


এগিয়ে যাবে পতাকা, মুক্তির আহ্ববানে।


মায়ের এক সমুদ্র দোয়া, 


ভরে আছে তোমাদের ত্যাগে।


বাবা বসে আছে দুয়ারে , 


সন্তান ফিরে আসবে কবে! 


বাংলা বাচবে  তোমাদের চোখের আগুনে,


ভয় পেও না, জেনে রাখো, কারার দুয়ার ভাঙবে , 


তারা ভয় পেয়েছে, মুক্তি আসবে।




২৪ এর ছাত্র-জনতার আন্দোলনের সময় লেখা। স্মৃতিটুকু জমিয়ে রাখার চেষ্টা করলাম।কবিতা ভেবে ভুল করবেন না,এইটার নাম দিয়েছি আমি "আবেগ"!







1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন