জমে আছে ভালোবাসা,পরে আছে প্রেমিক
তবু হয়নি ভালোবাসা
অনন্তকালের যাত্রায় সে এক একাকী পথচলা।
বেচে আছে বাতাস,রয়ে গেছে সীমানা
তবু নেওয়া হয়নি নিশ্বাস
অক্সিজেনগুলো আজ ঘুরে ঘুরে কাদে।
পড়ে আছে পথিক,রয়ে গেছে পথ
তবু হয়নি চলা
পথের ধুলা অপেক্ষায় থাকে সেই ছোয়ায়।
ভুলে গেছো তুমি,ভুলি নাই আমি
তবু ভুলে যাওয়া
তোমার জীবনে যেনো থাকে না আর আমার ছায়া।
দূরে গেছো তুমি, থেমে আছি আমি
তবু হয়নি থামা
তোমার অপেক্ষায় এই চোখের তাকিয়ে থাকা।
সুখে থাকো তুমি,একা আমি থাকি
তবু সুখে থাকো
আমি না হয় সুখী রবো তোমাকে অনুভবে
চলে যায় সময়,বেচে থাকে জীবন
তবু হয়নি বেচে থাকা
এ এক অসমাপ্ত তোমার আমার কবিতার পাতা।
Tags
তোমার❤️আমার কবিতা