চাঁদের বুড়ির ডায়বেটিস

চাঁদের বুড়ির ডায়বেটিস

তোমার জন্য এই আকাশের উপরে

একটা বাড়ি বানাবো।

যাতে তোমার শূন্য আকাশ না দেখতে হয়।

আমি জানি, শূন্য আকাশ দেখলে 

তোমার মন খারাপ হয়।

আমরা পুরো আকাশটা সাজাবো 

রঙে রাঙাবো প্রতিটা শূন্যতা।


চাদের বুড়ি আমাদের প্রতিবেশি,

বুড়ি সারাদিন বসে সুতা কাটে।

পিঠ টা বেকে গেছে রংধণুর মতো। 

তুমি-আমি চাদের বুড়ির জন্য 

শুভ্র মেঘের হালুয়া রান্না করে নিয়ে যাবো। 

তবে তাতে একটু চিনি কম দিও 

জানো তো,চাদের বুড়ির ডায়বেটিস।



কবিতা ভেবে ভুল করবেন না... কবিতার রঙ থাকে.. আর উপরের লেখার 🙄

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন