প্রশ্ন যত আছে জমা

প্রশ্ন যত আছে জমা

❓❓

আমার চোখে তাকাও,

বলো কি দেখছো তুমি?

গাঢ় অন্ধকারে আচ্ছন্ন ছায়ামূর্তি? 

যেমনটা দেখেছিলে

 তোমার ব্যালকুনীর পাশের গলিতে?

যেমনটা দেখেছিলে

 তোমার স্কুলের পাশে পুকুর পাড়ে? 


একটু কান পেতে শোনো, 

বলো কি শোনো তুমি?

কানের দুলে ধাক্কা লাগা শব্দ তরঙ্গ? 

যেমনটা শুনেছিলে  

রাস্তা ধরে আসা সাইকেলের বেল এ?

যেমনটা শুনেছিলে

কোনো এক ভাঙা গানের অজানা সুরে? 


একটু জোরে শ্বাস নিয়ে দেখো,

বলো কিসের ঘ্রাণ পাচ্ছো তুমি?

পকেটে শুকিয়ে যাওয়া কাঠগোলাপের সৌরভ?

যেমনটা পেয়েছিলে

 আমার কলার ছেড়া শার্টে?

যেমনটা পেয়েছিলে 

তোমার জন্য নিয়ে আসা শাপলার ফুলে?


Credit:Shohag


কি যে বলো তুমি, শাপলায় ঘ্রাণ আছে নাকি!! 🤔

আছে..🙂

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন