বেদনার নীল রঙ আকাশের পাজরে
একে যায় তোমারও চলে যাওয়া
তুমি জানলে না আকাশের কোলাহল,
তুমি বুঝলে না এই হৃদয়ের দোলাচল।
থেমে যায় বিষণ্ণ বিষাদে।
জানি একদিন ঠিক ই ফিরে আসবে।
এই আকাশ ভেঙে যায় তোমারি না ফেরায়
তবু তুমি ফিরলে না।
নোনা রক্ত ঝড়ে যায়, সমুদ্রে মিশে যায়।
ভাসিয়ে নেয় শহর থেকে দহনে।
আমায় নিয়ে যায় অতল গহ্ববরে।
জানি একদিন ঠিক ই ফিরে আসবে।
.
সবসময় ফিরে আসা যায় না, সবসময় ফিরিয়ে আনা ঠিক না!!
একটা গান লেখার ট্রাই করছিলাম কিন্তু আর সাহস হয় নি 🙂