তোমার কি একা লাগে ?

তোমার কি একা লাগে ?



তোমার কি একা লাগে?

যেমনটা আমার লাগে। 

শীতে পাতা ঝড়ে যাওয়া বৃক্ষের মতো।

অথবা 

একাকি রাত্রি পাহারা দেওয়া চাঁদের মতো।


তোমার কি কাদতে ইচ্ছা করে?

যেমন করে আমি কাদি ।

সমুদ্রের তীরে আছড়ে পরা ঢেউয়ের মতো।

অথবা 

একাকি বসে থাকা কাকের নিরবতার মতো।



তুমি কি হারিয়ে যেতে চাও?

যেমনটা আমি নিখোজ হই।

ব্লাকহোলে হারিয়ে যাওয়া আলোর মতো।

অথবা 

কোন এক ভূমিকম্পে বিলুপ্তি হওয়া ডাইনোসের মতো।



একাকিত্ব,  " হ্যা, তোমায় বলছি, শুধু তোমার সাথে আমার সন্ধি 🙂

তোমার সাথে করা সন্ধিপত্র আমি বুক পকেটে নিয়ে যুদ্ধ করি, জয়ী হই, হেরে যাই তবু বেচে থাকি ✌️"



1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন