ফানুস
আমি বারান্দায় বসে প্রতিদিন তোমার আকাশে
হাজারটা ফানুস উড়তে দেখি।
ফানুসের টিকরে পরা আলোতে
আলোকিত হয় সারাটা আকাশ।
আমার জানালাটা খোলা ই থাকে
কিন্তু আজো একটু আলো এসে পৌছায়নি আমার ঘরে।
তবে কি আলো তার পথ হারিয়েছে?
কবিতার ভাঙা অংশ
Tags
কবিতার ভাঙা অংশ