আমি এক মহাপাপী, আমার নিজের কাছে নিজেকে এই জগত সংসারের বোঝা মনে হয়। এই বোঝার ওজন দাড়িপাল্লায় খুব বেশি না, মাত্র ৬৮ কেজি কিন্তু 🤨
যদি আজ এই পৃথিবীর কথা বলার শক্তি থাকতো তবে সে তার সমস্ত নিশ্বাসের বদলে হলেও আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সে জানাতো।
ভাগ্যিস পৃথিবী কথা বলে না, আর নাহলে এত দিনে আমার শতবার মৃত্যুদন্ড হয়ে যেতো।
আকাশের সাথে একসময় আমার বন্ধুত্ব ছিলো। কত গল্প করেছি দুইজনে!
একদিন আমি আকাশ থেকে তারার আলো চুরি করতে গেলাম।
আকাশ সেইদিন আমাকে দেখেছিলো কিন্তু একবারের জন্যও সে আমায় ডাকে নি। হয়তো ভেবেছে আমি বরং পালিয়েই যাই।
আমি ছুটে গেলাম সমুদ্রে।
সমুদ্রকে বললাম,"আমায় আশ্রয় দিবে? আমি তোমার পানিতে তারার আলোর প্রতিচ্ছবি দিবো।"
সমুদ্র শত ঢেউয়ের পশরা সাজিয়ে সেইদিন আমায় সিংহাসন দিয়েছিলো।
সিংহাসনের আরামে আমার এলার্জি, আমি থাকতে পারি নি। সমুদ্রের কলোরব চুরী করে আমি আবার পালিয়ে আসলাম।
তারার ঝলকানী, সমুদ্রের নোনা জল আর কাদামাটিতে ততোদিনে আমার দেহে মরিচা ধরেছে, এখন আর পালাতে পারি না।
প্রতিরাতে বিষাক্ত ধোয়াগুলোকে আমি আমার আর্তনাদ শোনাই।
তারা শোনে,আমাকে ঘুম পাড়ায়।