সময়
পৃথিবীর সবচেয়ে বড় ম্যারাথনে
দৌড়ে চলছে তো সময়।
কেউ পারে নি,কেউ পারবেও না।
ট্রাকে আমার মতো হাজারটা সানজিদ,
হয়তো আস্ত গিলে খাইছে নয়তো ধুবড়ে মরেছে😟
তবুও সে হারবে না।
শতাব্দীর জীবন ধরে তার পথচলা
অপ্রতিরোধ্য বিজয়ীর বেশে আমাদের মহারাজা।
কবিতার ভাঙা অংশ
Tags
কবিতার ভাঙা অংশ