কবিতার রঙ



তোমার চোখের কবিতার রঙগুলো বড্ড নিষ্ঠুর,

এক আধটু বর্ণহীন ভালোবাসা 

কোনোদিন বাধতে পারে নি তোমাকে! 

আটকাতে পারেনি অনন্তকাল জুড়ে,

যে ভালোবাসায় চাইবো তোমাকে বিধাতার কাছে।

তবে কি ভালোবাসা মিথ্যে ছিলো, প্রিয় ? 

যে ভালোবাসার সুতো দিয়ে  

কত শত ঘুড়ি উড়িয়েছি আকাশে।

রঙে রঙিন হয়েছিলো পুরোটা আকাশ।

রঙিন ঘুড়ি বেধে দিয়েছিলো সূর্যের চোখ

আমি চাইতাম শুধু আমার এই দুইচোখ যেনো দেখে তোমায়।

তবে কি সেই ভালোবাসা কোনো রঙিন স্বপ্ন ছিলো? 


তুমি বলেছিলে একসাথে সমুদ্র পাড়ি দিবো, 

আমাদের কষ্ট মাখানো নোনা চোখের পানি 

সমুদ্রে মিশিয়ে দিবো দুজনে। 

আজ সমুদ্র ছেয়ে গেছে,আমি পরে আছি 

শুধু তুমি নেই🤨


প্রিয়,ভালোবাসায় কি কোনো ভালোবাসা থাকে না,

থাকে না কি তাতে কোনো রঙ??


বিঃদ্রঃ ভালোবাসায় রঙ থাকে না, থাকে সব মরিচিকা। প্রিয়াকে কখনো কবিতায় ছড়িয়ে দেয়া প্রশ্নগুলো করা হয় নি। সে কি কখনো উত্তরগুলো দিয়ে যাবে??







1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন