আমি যদি পাহাড় হই,
তবে তুমি আমার গায়ে গর্ত করে থাকা ছোট্ট একটা পিপড়া।
আমি যদি সমুদ্র হই,
তবে তুমি আমার সাথে মিশে যাওয়া এক ফোটা অশ্রু জল।
আমি যদি মাটি হই,
তবে তুমি তাতে আলো ঝলমলে পড়ে থাকা এক বালুকণা।
আমি যদি বাতাস হই,
তবে তুমি আমার সাথে মিশে যাওয়া ফুলের সুগন্ধি।
আমি যদি আগুন হই,
তবে তুমি আগুনে জ্বলে উঠা এক হটাৎ স্ফুলিঙ্গ।
আমি যদি বেদনা হই,
তবে তুমি আমার প্রতিটা দূঃখের এক একটা কারণ।
আমি যদি কবি হই,
তবে তুমি আমার কবিতার প্রতিটা লাইনের অক্ষর।
তুমি নেই, কোথাও নেই।
তবু তুমি আছো, আমার অনুভবে
যেখানে ভাবনারা শুধু তোমার কথা বলে,তোমার কথাই ভাবে।
প্রিয়,আমিও কি একই রকম তোমার প্রতিটা অস্তিত্বে মিশে আছি?
Tags
তোমার❤️আমার কবিতা
❤️
উত্তরমুছুনসুন্দর হইছে
উত্তরমুছুন