কাংখিত স্পর্শ এবং করোনার দেয়াল



 কাংখিত স্পর্শ এবং করোনা ভাইরাস


প্রিয়,স্পর্শ খুব ই কাংখিত, করোনায় নয়।, 

চারিদিকে এত মৃত্যুর মিছিল,

তোমায় স্পর্শ করতে আজ আমার ভয় হয়।

বেচে থাকার কারণ হওয়াটা সহজ,

কিন্তু মরে যাওয়ার বাহানা হওয়া যে খুব কঠিন।


তুমি জানো, তোমায় আমি কি বলে ডাকি?

আমার বসন্ত 🌿


কষ্টের শীতে জীবনের সব পাতা ঝরে গেলো

তারপর একদিন তুমি এলে 🙂

ভরিয়ে দিলে এ জীবন পত্রপল্লবে।

আমি মুখোরিত, আমি সুবাশিত 

শুধু তোমার জন্যে। 


বাতাসে একসময় ভেসে বেড়াতো তোমার চুলের সুগন্ধি, 

নিশ্বাসে নিশ্বাসে আমি তোমায় খুজে ফিরতাম।

আজ আর বাতাসে নিশ্বাস নেই না,প্রিয়🤨 

অক্সিজেন সিলিন্ডারটা আমায় দেয় না।


আই,সি,উর বেডে আমার বড্ড ভয় লাগে,

এই বুঝি মৃত্যুর মিছিলে আমার নামটা এলো বলে।


ভাইরাসের সমুদ্রে তোমায় একা ফেলে যাবো কি করে!


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন