ভালোবাসা কী?
এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব সহজ কিন্তু উপলব্ধি করাটা কি তেমনি সহজ!
আগে একটা গল্প বলে নিতে চাই
এক রাজা, বিশাল তার রাজত্ব। প্রতিদিনকার মতো রাজা তার সিংহাসনে সভায় বসলেন আর বললেন, "সভাসদ, একটা চিন্তা কোনোভাবেই আমার মাথা থেকে যাচ্ছে না। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারেন,ভালোবাসা কী?"
সবাই সবার নিজেদের মতামত দিলেন
কিন্তু কারো মতামতই রাজার পছন্দ হলো না। তখন ভীড় থেকে এক সিপাহী বললেন,"মহারাজ, আমি বলতে পারবো।তবে এর জন্য আমাকে একটা কাজ করার অনুমতি দিতে হবে।"
রাজা সম্মতি দিলেন। সিপাহী বললো,"এখানে উপস্থিত সকল সভাসদকে একটা প্রশ্ন করতে চাই আর আপনাদের আমাকে সেই প্রশ্নের উত্তর কাগজে লিখে জমা দিতে হবে।"
সবার মধ্যে উত্তেজনা, কি এমন প্রশ্ন!!
সিপাহী এইবার বললেন,"আপনাদের খুব সহজ একটা প্রশ্ন করা হবে।
প্রশ্নটি হলো," রুটি কি?"
সবাই সিপাহীর প্রশ্ন শুনে হাসলো😁এ আর এমন কি প্রশ্ন!!এ তো খুব সহজ প্রশ্ন।
সভাসদদের সবার হাতে একটি করে কলম ও খাতা দেওয়া হলো। সবার প্রশ্নের উত্তর লিখে সিপাহীর হাতে দেওয়া হলো।
সিপাহী সবগুলো উত্তর এক সাথে পড়তে থাকলেন।
🍁বানিজ্যমন্ত্রী লিখেছেন,"রুটি হচ্ছে আটার তৈরী এক ধরনের খাবার যা যোগান দিতে অনেক টাকা দিয়ে 'আটা' পাশের রাজ্য থেকে আমদানী করতে হয়।
🍁শিল্পমন্ত্রী লিখছেন,"রুটি হচ্ছে আটা ও পানির মিশ্রনে তৈরী এক অপরূপ শিল্পকর্ম।"
🍁সভাকবি লিখেছেন, " ওহে, রুটি। তুমি আটা আর পানির দারুণ জুটি"।
🍁সেনাপতি লিখলেন, "রুটি এমন এক খাবার যা খেলে সেনাদের শারীরিক শক্তি বজায় থাকে"।
এইভাবে সকলের ই উত্তর পড়া হলো।
এইবার সিপাহী বললেন," মহারাজ,যেই রুটি আমরা সকলেই প্রত্যহ খাই, সেই একই রুটি এক এক জনের কাছে এক এক রকম। বানিজ্যমন্ত্রী এতে ভিষণ লস খুজে পেয়েছেন,শিল্পমন্ত্রী দেখেছে এতে সুন্দর শিল্পকর্ম,সভাকবি পেয়েছেন কবিতার উৎস আর সেনাপতি দেখেছেন এতে তার সেনাদের উপকারের কথা কিন্তু রুটি কিন্তু সবার বেলাই এক।
যদি এই সামান্য রুটির বেলায় ই আমাদের সবারই দৃষ্টিভঙ্গি আলাদা থাকে তবে ভালোবাসার বেলায় হবে না কেন!!অর্থাৎ ভালোবাসাও এক এক জনের কাছে এক এক রকম।
কেউ এতে পায় বেচে থাকার আশা,কেউ পায় যুদ্ধ জয়ের স্বপ্ন। কেউ কেউ তো নিজের জীবনটাই দিয়ে দেয়। ভালোবাসাটা এক একজনের কাছে এক এক রকম অর্থাৎ ভালোবাসার প্রশ্নে উপস্থিত সকলের উত্তর ই তাদের দৃষ্টিভঙ্গি থেকে ঠিক।
রাজা এইবার পুরো ব্যাপারটা বুঝলেন। সিপাহীর এইরূপ বুদ্ধিমত্তায় তাকে পুরষ্কৃত করলেন আর বললেন,"সিপাহী,ভালোবাসা কি? এর উত্তরে তুমি তোমার দৃষ্টিভঙ্গিতে কি উত্তর দিতে?"
Love is when someone breaks your heart but you still love her with every pieces of your broken Heart ❤️