সে বুঝবে না

 



সে বুঝবে না


ওহে মাটি, আমায় সহ্য না হলে 

উগড়ে দিও,

আমি সমুদ্রে গিয়ে থাকবো।

চোখের জল আর নোনা জল 

মিলেমিশে একাকার হবে।

তখন সে বুঝবে না,

কোনটা চোখের জল, কোনটা সমুদ্রের নোনা জল ! 


ওহে বাতাস, আমায় বাচতে না দিলে

উড়িয়ে দিও,

আমি মহাশূন্যে ভেসে বেড়াবো।

আগরবাতির ঘ্রান আর গায়ের গন্ধ

মিলেমিশে যাবে।

তখন সে বুঝবে না,

কোনটা আগরবাতির ঘ্রান,কোনটা গায়ের গন্ধ!


ওহে সূর্য,আমায় আলো না দিলে

বলে দিও,

আমি ব্লাকহোলের অন্ধকারে হারিয়ে যাবো। 

আমার চোখের আলো আর অন্ধকারের শক্তি

মিলেমিশে যাবে।

তখন সে বুঝবে না,

কোনটা আমার চোখের আলো, কোনটা গাঢ় অন্ধকার।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন