ছেলেটির বাসায় ফেরা




ছেলেটার বাসায় ফেরা


 সবার ই ঘরে যাওয়া হয়।

ছোট্ট পিপড়ারা গর্তে যায়

সন্ধ্যার আলোতে পাখিরাও তার বাসায় ফিরে,

শুধু ছেলেটা রাস্তার ধারে বসে থাকে।


রাজপথের এক একটা লোকাল বাসে

অফিস শেষে লোকের বাড়ি ফেরার ভিড় দেখে

ছেলেটা চেয়ে থাকে,মোচড় দিয়ে উঠে বুকের ভিতরে।

তার যদি এমন একটা বাসা থাকতো ! 


স্কুলের সামনে উৎকন্ঠায় দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকালে 

ছেলেটার কান্না আসে।

তার যদি এমন একটা মা থাকতো, 

সেও হয়তো তার জন্য দাঁড়িয়ে থাকতো,

ছুটির পর তাকে নিয়ে বাসায় ফিরতো।


কনকনে শীতের রাতে,

ছেলেটার জায়গা হয় রাস্তার ধারের ফুটপাতে।

ড্রাইভারগুলো আজকাল চোখে দেখে কম

ছেলেটার জন্য তারা আস্ত একটা যম।

এইতো সেদিন  কেড়ে নিলো এক জীবন বাতি🤨


সন্ধ্যা নামে,,রাত্রি আসে

ছেলেটার আর ঘরে যাওয়া হয় না।

যদি  সূর্যটা সবার জন্য না ডুবতো,

বেচে থাকতো ছেলেটার রাতগুলো।



বিঃদ্রঃ বড় বড় শহরের রাস্তার ধারে এই সব ছেলে-মেয়েদের  "পথশিশু " বলে ডাকতেও আমার বিবেকে বাধে। 

তাদের জন্য কয়টা প্রনোদনা প্যাকেজ সাইন করছেন তারা??

পথশিশুদের জন্য এগিয়ে আসুন,😐

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন