কল্পনায় তুমি
তুমি সীমাহিন মেঘ,আমি ধূসর প্রান্তর
তুমি উড়ে যাও,আমি চেয়ে থাকি।
অপেক্ষায় থাকি প্রতি বর্ষার
কবে আসবে ঝরে পরবে।
ভরিয়ে দিবে মাটির গন্ধ গায়ে।
তুমি ভেসে যাওয়া নদী, আমি ডুবো চর
তুমি বয়ে যাও,আমি ডুবে থাকি।
অপেক্ষায় থাকি এক সুন্দর শীতের
কবে জেগে উঠবো তোমার বুকে
এক সুন্দর সবুজ প্রান্তর নিয়ে।
তুমি চাদের আলো,আমি পুকুরে তোমার প্রতিচ্ছবি
তুমি ঢেকে যাও,আমি চেয়ে থাকি
অপেক্ষায় থাকি এক সুন্দর পূর্ণিমার
কবে ভেসে বেড়াবে আলো ছড়াবে
আমার এই অন্ধকার ।
তুমি বাতাসের ঢেউ,আমি ধূলার স্তর
তুমি মিশে যাও,আমি উড়ে বেড়াই
অপেক্ষায় থাকি এক মরু ঝড়ের
কবে মিশে যাবে সুগন্ধ ছড়িয়ে
আমার এই ছোট মরুর বুকে।
Tags
তোমার❤️আমার কবিতা