👹করোনার কারাদন্ড👹

 


👹👹👹করোনার কারাদন্ড👹👹👹


আজকাল চারিদিকের মানুষগুলাকে 

আমার মনে হয় এক একটা করোনার বোমা।

দিনরাত বোমাবাজি হয়েই চলছে।

বোমার গগনবিদারী চিৎকারে কান চেপে

বসে থেকেও  মাঝে মাঝে মনে হয়,

যাই গিয়ে দেখে আসি তো। 

কারন দিনশেষে আমি অতি উৎসুক বাঙালি। 


আমরা খুব ভোরে থানকুনি পাতা খুজি

যদিও আমরা খাই না সুজি

তবু যে যা বোঝায় তাই আমরা বুঝি।

আমরা খুব যত্নশীল,

মাস্কটাকে খুব যত্ন করে পকেটে রেখে দেই

যেনো তাতে আচড় না লাগে।

তবুও আমরা মাস্ক পরবো না 

আমার দাদা পরে নি, বাবাও পরে নি

আমি মাস্ক পরে কি মরবো নাকি ! 


আমাদের কিছুই করার থাকে না,

সচেতনতা আমরা প্রতিদিন ভোরে 

পান্তা ভাত দিয়া গিলে খাই। 

আমরা বাঙালি, আমাদের পেটে অনেক ক্ষুধা😔



বিঃদ্রঃ সাধারণ মানুষ যে সচেতনতার জন্যই করোনায় আক্রান্ত এমন টা বলছি না,,অনেক ক্ষেত্রে তারা লকডাউন উপেক্ষা করে বাইরে এসে নিজের পেটের খাবার জোগাতে ব্যস্ত।






একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন