ভালোবাসার সমুদ্র
তুমি আমার জন্য এক সমুদ্র
ভালোবাসা নিয়ে বসে থাকতে।
প্রতিদিন সমুদ্রের বুকে সূর্যোদয় - সূর্যাস্ত দেখতে।
অথচ
আমার সমুদ্র পাড়ি দেওয়ার সাহস ছিলো না।
ভয় ছিলো সমুদ্রে ডুবে যাওয়ার।
তুমি হাত ধরতে চাইছিলে,
আমি ছুটে পালিয়ে গেছি মরুভূমিতে
যেখানে আমার জন্য তোমার অই চোখের জল
আমার তৃষ্ণা মেটাতে পারে নি।
আমি তোমাকে নিয়ে বাচতে পারি নি🤨।
তোমার কল্পনায়,ভালোবাসায় আমি কি ছিলাম!
তোমার সমস্ত ধারনার রূপরেখা বদলে
হাতে দিয়েছি এক নিষ্প্রাণ শুকনো কালো গোলাপ।
আমি চাই তুমি ভালো থাকো,ভুলে থাকো।
বিঃদ্রঃ ভালোবাসার কোনো সমুদ্র হয় কিনা আমার জানা নাই তবে কল্পনার সমুদ্রে আমি আজো তোমায় নিয়ে ভাসতে যাই🙂
Tags
তোমার❤️আমার কবিতা
❤️
উত্তরমুছুন🙂🙂...
মুছুন