বলেছিলে কোনো একদিন

 

গাছের পাতায় লিখে রাখা কষ্ট,সময় করে পড়বে একদিন


বলেছিলে কোনো একদিন!

এক বৃষ্টিস্নাত দুপুরে গাছের নিচে বসে

আমরা বৃষ্টিতে ভিজবো!

তুমি আমার চোখে গিয়ে লুকোবে,

নয়নতারায় বসে বাইরের বৃষ্টি ছোবে। 

আজ আমি অই গাছটার নিচে বসে,

তোমার কথাগুলো আবৃত্তি করি।

গাছের পাতায় তোমার দেওয়া

সব কষ্টগুলো লিখে রাখি।


বলেছিলে কোনো একদিন!

তিন নদীর মোহনায় খোলা চুলে 

আমার সাথে চন্দ্রস্নান করবে! 

তোমার চুলের ফাক দিয়ে 

পূর্ণিমা উকি দিবে এই মুগ্ধ চোখে।

আজ আমি নদীর বুকে ভেসে, 

জোছনার সাথে ঝগড়া করি।

ওরা আমায় ছেড়ে যায় না,

তোমায় ভুলতে দেয় না। 



কবিতার ভাঙা অংশ 




1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন