চোখ বন্ধ করতে বলো না,
করলেই আমি তোমায় দেখি।
সময়ের যাতাকলে পিষ্ট হয়ে,
আমার অনুভূতিগুলো আর্তচিৎকার করে।
বেদনার নীল রক্তে,
ভেসে যায় আমার আঙিনা।
তাতে অহেতুক তোমার ঘুম নষ্ট হবে।
চোখ বন্ধ করতে বলো না!
অন্ধকারে আমি ভয় পেয়ে,
তোমায় খুজে বেড়াই।
তোমার অদৃশ্য ছায়া আমায় হাতছানি দেয়,
ডেকে নেয় অতল গহব্বরে।
আমি বরং আলোতেই থাকি,
চোখ বন্ধ করলে তোমায় হাজিরা দিতে হবে।
তাতে অহেতুক তোমার ঘুম নষ্ট হবে।
Tags
কবিতার ভাঙা অংশ