ভাঙনের সুর

 

ভাঙনের সুর শোনা যায় স্বপ্ন নদীতে


এই রাতের প্রহর শেষে 

দিনের প্রভাত আলো পৃথিবীতে ছড়িয়ে যাক।

তাতে আমার কি! 

আমার যে সুন্দর দিন অতিক্রমকারী নাই। 


জীবন হেসেছিলো রঙিন হাসিতে।

স্বপ্নময় প্রান্তরে উড়তো রঙিন ধূলা,

চোখের জলে আর রঙিন ধূলায় কাদা মাখামাখি

সৃষ্টি হতো আমাদের স্বপ্নগুলো।


একদিন স্বপ্ননদীতে ভাঙণের সুর 

ধেয়ে এলো এক করুণ ডাক।

ছাপিয়ে গেলো আমাদের স্বপ্ননদীর কূল। 

বিপদ সংকেত জেনেও দৌড়াইনি 

আমি জানি, আমি বাচতে পারবো না।

প্রেমিকরা বাচতে পারে না। 



কবিতার ভাঙা অংশ 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন