![]() |
সেই যে কবে আলোর মায়ায় পড়েছিলাম |
চারিদিকে যখন অমাবস্যার ছায়া,
তুমি এসেছিলে,
বেধেছিলে এক বিন্দু আলোর মায়ায়।
সে আলোয় আমার পথচলা।
দৃষ্টিহীন আশাগুলো ভর করে আলোর রেখায়,
তাতে তোলা ছিলো ভরপুর ভিটামিন ডি।
সময়ের সিড়ি বেয়ে
হাপিয়ে উঠা মানুষের ভীড়ে,
আমি নিজেকে খুজে পাই নাই।
সবকিছু পিছনে ফেলে,
আমি যে এগিয়ে চলি তোমার আলোয়।
আলোতে মাখামাখি পুরোটা সময়।
দিন কেটে যায়,
আমরা সাথে নিয়ে হাটি অসংখ্য সভ্যতা।
নীল আলোতে ঝাপটে ধরে কিছুটা সময়,
আল্ট্রা ভায়োলেটে ভাসতে থাকে
হৃদয় পোড়া গন্ধ।
ক্ষনিক দাঁড়িয়ে ভাবনাগুলো জিরিয়ে নিক।
জানি তোমার আলোয় আবার দৌড়াবো,
সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার।
কবিতার ভাঙা অংশ - পড়ার জন্য ক্লিক করুন
Tags
কবিতার ভাঙা অংশ