বৃষ্টি?
তোমার মনে যে এত দূঃখ,
তা আমার জানাই ছিলো না!
কান্না থামাও, আমি ঘুমাবো।
চোখ বন্ধ করলে তোমার কান্নার আওয়াজে
আমার হৃদয়ের পাহাড়ে প্রতিধ্বনি হয়,
মনের আকাশে স্মৃতির কালো মেঘ জমে।
আমি চোখ বুজেও বুজতে পারি না।
তোমার কান্নায় নদীর বুকে জোয়ার আসে,
ঝিনুকের বুকে মুক্তার সৃষ্টি হয়।
আর আমার বেলায় তোমার এত অনিয়ম!
বৃষ্টি? আবারো বলছি -
কান্না থামাও, আমি ঘুমাবো।
কবিতার ভাঙা অংশ -বাকিটা আমার কাছেই থাক।
Tags
কবিতার ভাঙা অংশ