স্বর্ণ ব্রীজ - ( দ্বিতীয় পর্ব ) The Golden Bridge

 প্রথম পর্বের পর.... 






দ্বিতীয় পর্ব ঃ


পরদিন সকালে খুব ভোরে গালিব আর সাপ রাজপুত্র দুইজনে সাপ রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন।


রাস্তায় একটানা তিন দিন বনের মধ্যে দিয়ে তারা হেটেই গেলো। গা ছমছমে রাস্তা,গালিব কিছুটা ভয় পেলো কিন্তু সাপ রাজপুত্র বললো,"গালিব,তুমি আমার ভাই আর তোমার সাপ ভাই তোমাকে বিপদে ফেলে কোথাও যাবে না!"

গালিব কিছুটা আশ্বস্ত হলো।সে জানে সাপ তাকে বাচাবে।

বনের শেষে বিশাল এক সমুদ্র। সমুদ্রের সামনে আসতেই গালিবের মনের টা গেলো দমে। এতক্ষন না হয় সে হেটে চলে আসছে কিন্তু এই বিশাল সমুদ্র সাপের সাথে সে কিভাবে পার হবে! সাপ না হয় সাতরে চলে যাবে কিন্তু সে!! 


সাপ রাজপুত্র গালিবের মনের কথা বুঝলেন। 

সে বললো,"গালিব ভাই, তুমি আমার পিঠে উঠো, আমি সাতরে চলে যাবো"

গালিব বললো,"সাপ ভাই,তুমি এত ছোট আর আমি এত বড়, তুমি আমাকে কিভাবে নিবে।"

সাপ রাজপুত্র বললো,"দেখোই না কি হয়। "

বলতে বলতেই সাপটি খুব বড় প্রকান্ড এক সাপের রূপ নিলো। গালিব তো দেখে অবাক।সে চটজলদি করে সাপের পিঠে উঠে গেলো। 


টানা সাত দিন সাপটি শুধু সাতরে চললো।কত দ্বীপ,সমুদ্রের মোহনা পার হয়ে অবশেষে তারা সাত সাগর তের নদীর এই পাড়ে সাপ রাজ্যে পৌছালো।

দূর থেকে গালিবকে আসতে দেখে দুইটি বিশাল অজগর গালিবের দিকে ধেয়ে আসলো। গালিব কিছুটা ভয় পেয়ে গেলো।অজগর সাপ দুইটি সাপ রাজপুত্র দেখে থেমে গেলো। সাপ রাজপুত্র  গালিবকে বললো,"গালিব ভাই, ভয় পেও না। এরা আমাদের এই রাজ্যের প্রবেশদ্বারের দুই প্রহরী।এরা পাচ হাজার বছর ধরে আমাদের এই রাজ্য পাহারা দিয়ে যাচ্ছে। গালিব সাপ দুইটিকে ভালো করে দেখলো, বয়সের ভারে তাদের শরীরে বিশাল লোম গজিয়েছে।


সাপ দুইটির কাছে আসতেই তারা সাপ রাজপুত্রকে দেখে কূর্নিশ করলো। সাপরাজপুত্র ও গালিব সামনে বেধে রাখা একটা সাপ চালিত রথে উঠলো।রথটি রাজপ্রাসাদের দিকে যেতে লাগলো। 

গালিব যেদিকেই তাকায় অবাক দৃষ্টিতে চারপাশ দেখতে থাকে। রাস্তাটি যেনো মনিমানিক্য দিয়ে বাধানো সোজা রাজপ্রাসাদের দিকে,না জানি রাজপ্রাসাদ কত সুন্দর! 


কিছুক্ষন পর রথটি রাজপ্রাসাদের সামনে এসে দাড়ালো।এত সুন্দর প্রাসাদ গালিব কোনোদিন দেখে নি। তাদের রাজ্যের রাজার প্রাসাদ এর কাছে কিছুই না। সাদা ধবধবে মার্বেল পাথর দিয়ে সাজানো মেঝে।তিনটি বড় বড় গম্বুজ যেনো সোনার পাতে মোড়া। সূর্যের আলোয় তাকানো যাচ্ছে না গম্বুজ দুইটির দিকে। 


রাজপ্রাসাদের সামনে আসতেই বিশাল দরজা খুলে গেলো। এর আগে এই রাজ্যের অনেক সাপ ই মানুষ দেখে নি। তারা সবাই গালিবের দিকে এক মনে চেয়ে রইলো! এই আজব প্রানীটা কি! 


দরজার অইপাশে বিশাল হলঘরের সবচেয়ে উচু জায়গাটায় রাজার সিংহাসন। গালিবকে দেখে সাপরাজ সিংহাসন থেকে নেমে আসলেন।  সাপরাজা রাজপুত্রকে জিজ্ঞেস করলেন,"পুত্র, তুমি এই মানুষকে কোথায় পেলে? আর ওকে এই রাজ্যেই বা কেনো আনলে? আমি সাড়ে সাতশত বছর আগে মানুষের রাজ্যে গেছিলাম, এরা খুব অত্যাচারী,নিষ্টুর। এরা আমাদের কত জাতভাইকে মেরে উল্লাস করেছে। "

সাপ রাজুপুত্র বললো,"বাবা,এই আমার বন্ধু গালিব। ও আমার জীবন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাচিয়েছে। গালিব না থাকলে অই লোভী সাপুড়ে আমাকে সেইদিন মেরেই ফেলতো"।

সাপরাজপুত্র তার বাবাকে সব ঘটনা খুলে বললো। 

সব কথা শুনে সাপরাজ আর কিছু বলতে পারলো না।সে খুব লজ্জিত বোধ করলো। সে গালিবকে বললো,"গালিব,তুমি আমার ছেলের জীবন বাচিয়েছো। বলো তুমি কি চাও?"

গালিব প্রশ্ন শুনে বললো,"আমার কিছুই চাই না মহারাজ। সাপরাজপুত্র আমার ভাই আর ভাইয়ের বিপদে তো ভাই ই সাহায্য করবে।"

কথাটি শুনে সাপরাজ খুব খুশি হলেন। সাপরাজপুত্র বললো,"বাবা,অনেক দিনের যাত্রা শেষে আমরা এখানে পৌছেছি।গালিব ও আমি খু ক্লান্ত। এই ব্যাপারে না হয় পরে কথা হবে।"

সাপরাজ বললেন,"হ্যা,তোমরা এখন বিশ্রাম নাও।গালিবের সম্মানে আমি একটি ভোজ সভার আয়োজন করছি।  তোমাদের সাথে সন্ধ্যায় ভোজসভায় কথা হবে।


গালিব ও সাপরাজপুত্র সাপরাজকে কূর্নিশ করে তখনকার মতো বিদায় নিলো। 


🍁🍁🍁🍁


সন্ধ্যার ভোজ সভার পুরোদুস্তর আয়োজন চলছে। 

সাপরাজপুত্র গালিবকে ডেকে বললো,"গালিব, আমি তোমাকে একটা কথা বলবো।"

গালিব বললো,"বলো ভাই, কি বলবে? "

সাপ রাজপুত্র বললো,"গালিব, আমার বাবা যখন তোমাকে আবার জিজ্ঞেস করবে তোমার কি চাই তখন তুমি বলবে, মহারাজ আপনার দাতে লাগানো তিনটা রত্নের মধ্যে আমাকে একটি সাদা রত্নটি দিন।"

গালিব বললো,"একি বলছো ভাই, আমি আমার ভাইকে বাচিয়েছি আর তার বদলে আমি তোমার বাবার থেকে মূল্য নিবো! এ কখনো হয় না ভাই।"

সাপরাজপুত্র বললো,"গালিব ভাই,আমি জানি তোমার এই রত্নটা খুব দরকার"

গালিব বললো,"ভাই,এই রত্ন দিয়ে কি হবে?"

সাপ রাজপুত্র বললো,"এ এক ইচ্ছাপূরণকারী রত্ন, তুমি এই রত্নের কাছে যা চাইবে তাই ই পাবে।"

গালিব বললো,"নাহ ভাই,তা হয় না।"

রাজপুত্র বললো,"গালিব ভাই,আমি চাই তুমি ভালো থাকো। তুমি রাজকন্যাকে ভালোবাসো আর এই রত্নই পারে রাজকন্যাকে তোমার কাছে এনে দিতে "

রাজকন্যার কথা শুনে গালিব আর কিছু বললো না। এতে যদি সে রাজকন্যাকে পায় তবে তো ভালোই হয়।


তৃতীয় পর্বের জন্য ক্লিক করুন...




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন