মনের বিদ্রোহ

মনের বিদ্রোহ





মনের বিদ্রোহ গুলো সামলাতে সামলাতে

আজ আমি ক্লান্ত।

একটা হাতছানি

আর তারপর ঘুটঘুটে অন্ধকার।

সত্যিই আমার খুব ভয় হয়,

যদি এই অন্ধকার কোনদিন শেষ না হয়!


একটা চাঁদ,

আর তার নিচে একটা রাজ্য।

আমি ভয়ে থাকি কোনদিন কি আমার সেই রাজ্যে জায়গা হবে!!




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন