ঘুড়ি
ঘুড়ি, যদি তোমার মতো দিগন্তে উড়ে যেতে পারতাম
তবে কবেই উড়াল দিতাম আকাশে।
সবকিছু পিছনে ফেলে, মাঠের পর মাঠ পেরিয়ে
ভেসে বেড়াতাম বাতাসে।
উপরে উঠতে উঠতে এক সময় মেঘের সাথে দেখা,
বাসা বাধতাম মেঘের বুকে।
সে ধরে থাকা লাটিম আর আমি সুতো কাটা ঘুড়ি
তার আর দেখতে হতো না আমায়।
প্রিয়ার প্রতিটি পথচলা আমি উপর থেকে
বাধিয়ে রাখতাম এই দুইচোখে।
তার প্রতিটা পায়ের হোচট, আমি বুকে ধারণ করে নিতাম।
তবু আমি উড়ে যাই, প্রিয়া ভালো থাক।
Tags
কবিতার ভাঙা অংশ