ছড়া
বাদাম গাছে কে?
আমরা দুজনে,
ফটিক দাদায় কইয়া গেছে
দামড়া পিটাইতে।
দামড়া কি করছোছ?
বেইচা ফালাইছি।
টাকা কি করছোছ?
পান কিনেছি।
পান কি করছোছ?
খেয়ে ফেলেছি।
চিপটি কি করছোছ?
ফটির দাদার গায়ে দিয়া লাল করেছি।
সংগ্রহীত 😊
পটভূমিঃ ছড়াটি এক বৃদ্ধ আর গরু পাহাড়া দিতে রাখা দুই রাখলকে কেন্দ্র করে যাদেরকে ফটিক মিয়া গরু পাহাড়া দিতে রেখেছিলেন।
কিন্তু তারা কাজে ফাকি দিয়ে বাদাম গাছে বাদাম পারতে উঠে, সেই সময় এক বৃদ্ধ তাদের কাজ ফাকি দিয়ে বাদাম পারতে দেখে জিজ্ঞেস করে, তারা কারা?
প্রতিত্তোরে তারা মজার ছলে বৃদ্ধের সাথে মজা করে।
শব্দের অর্থঃ
নিচে ছড়াটিতে ব্যবহৃত কিছু আঞ্চলিক ভাষার অর্থ আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলো ঃ
কইয়া গেছে = বলে গেছে
দামড়া =গরু
বেইচা ফালাইছি =বিক্রি করে ফেলছি।
চিপটি = পানের পিক।
ছড়াটির স্থান ঃ
ছড়াটি শরীয়তপুর জেলায় কোনো এক কালে মানুষের মুখে মুখে শোনা যেতো। এখন অবশ্য তেমন প্রচলিত নয়। আমি আমার বাবার মুখ থেকে শুনে ছোটবেলা মুখস্থ করছি।
পরবর্তী প্রজন্মের জন্য তুলে রাখলাম। এইসব ছড়ার মধ্যে রয়েছে আমাদের অতীতের স্বর্ণালী দিনের কথা, আমাদের ঐতিহ্যের কথা। 🙂