আমাদের দেখা হওয়া দরকার,
আজ না হোক, অন্তত আগামীকাল
নয়তো পরশু কিংবা এই জীবন শেষে অন্য কোন জীবনে।
তবুও আমাদের দেখা হওয়া দরকার 😶
বিচ্ছেদ যেহেতু অবশ্যম্ভাবী,
চলো আমরা কিছুক্ষণ অহেতুক গল্প করি 🙂
চলো আমরা একসাথে শেষবারের মতন
যৌথভাবে খানিকক্ষণ আকাশ দেখি।
এরপরতো তোমার আর আমার আকাশ আলাদা।
তবে চোখে চোখ রেখো না।,
তোমাকে ভুলে যেতে হবে আমার ডাকা
তোমার যাবতীয় ব্যক্তিগত ডাক নাম।
তোমাকে ভুলে যেতে হবে সব ভুল।
Tags
কবিতার ভাঙা অংশ