কষ্টের জানালা-----(বিক্ষিপ্ত ভাবনা আমার)

তুমি কষ্টের জানালাতে আর কখনো উকি না দিও

আমি যে আর অই রাস্তায় দাড়াবো না।


আমাকে কষ্ট দিয়ে যদি তুমি ভালো থাকতে পারতে

তবে আমি দাঁড়িয়ে থাকতাম,

হ্যা,সত্যিই আমি দাড়িয়ে থাকতাম 

শুধু তোমার গলিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন