চলো আকাশ দেখি,
মেঘ কি তোমায় বাধা দিবে!
তবে আমি পাখি হবো,
তোমায় নিয়ে উড়ে যাবো মেঘের উপরে।
তুমি আকাশ দেখবে, আমি চেয়ে দেখবো।
চলো সমুদ্রে ডুবি,
স্রোত কি তোমায় ভয় পাইয়ে দিবে!
তবে আমি ঢেউ হবো,
তোমায় বুকে নিয়ে ঝাপিয়ে পড়বো সমুদ্রের বুকে।
তুমি ডুব সাতার দিবে,আমি নিশ্বাস হয়ে থাকবো।
Tags
কবিতার ভাঙা অংশ