মায়াবতীর সভ্যতা

মায়াবতী রাজ্যের ফুল শুধু তার হাতেই জ্যোৎস্না ফোটায়



তোমার প্রতিটা পা ফেলা আমি লক্ষ্য করি,

তাতে ভেবে নেই আমার দিকে এগিয়ে আসা

এক একটা পদচিহ্ন। 

তুমি এগিয়ে যাও, আমি চেয়ে থাকি।

একে রাখি চোখে তোমার সভ্যতা। 


মায়াবতীর রাজ্যে তুমি মায়া ছড়াও। 

বিলিয়ে দাও সবার মাঝে। 

রাজ্যের ফটকে ঠায় দাঁড়িয়ে, 

একটু মায়াও আসে নি তবু আমার দিকে।

তবে মায়া কি তার ভালোবাসা হারিয়েছে?


কবিতার ভাঙা অংশ....

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন