আমি দূঃখ কিনতে যাই তোমার বাজারে।
তুমি কিনা সেই বাজারেই চাদা তোলো!
দূ:খের দামের সাথে আমি চাদার টাকাটাও দিয়ে আসি,
তবু তুমি ভালো থাকো,আমায় মনে রেখো।
তোমার নামে সাজানো থাকে বাজারের প্রতিটা দোকান,
পসরা বাধিয়ে সাজানো থাকে তোমার অবহেলা।
আমি আমার ভালোবাসা দিয়ে অবহেলা কিনে আনি
কতটা বোকা আমি,কতটা উদাসীন তুমি!
কবিতার ভাঙা অংশ
Tags
কবিতার ভাঙা অংশ