![]() |
স্বপ্ন অনেকটা চাঁদের মতো, ছোয়া হয় না |
আমি প্রতিদিন পালিয়ে বেড়াই,
স্বপ্ন কে হত্যা করার ফেরারী আসামী হিসাবে।
আমি আমাকে দন্ড দেই,
নিজেকে পাঠাই কারাগারের কুঠুরীতে।
জেলের "জেলার" মাঝে মধ্যে একটু-আকটু নেশা করে,
সেই সুযোগে তাকে ঘুম পাড়িয়ে আমি আবার পালাই।
Tags
কবিতার ভাঙা অংশ