তোমার জানালা ও এক ঝাপটা শীতের বাতাস

জানালাটা বরং বন্ধ ই থাক..

যদি এক ঝাপটা শীতের বাতাস

খুলে দেয় তোমার জানালা। 

তবে চাদর মুড়ি দিয়ে বাইরে তাকিও,

দেখবে তোমার জানালার কাছে 

ল্যাম্পপোস্টের  নিচে আমি দাঁড়িয়ে।


তোমার জানালার কার্নিশ বেয়ে আলোর ছড়াছড়ি, 

তোমার আলোতে চারিদিকটা আলোকিত।

এইদিকে আমার অবস্থা দেখো,

আমার চোখের নিচে কালিতে

জমে আছে ব্লাকহোলের অন্ধকার। 


সেইদিন জানালা খুলে, 

আমার চোখে রেখো না অই দুচোখ 

হয়তো তুমি আবার হারিয়ে যাবে অন্ধকারে।

 

তোমার হারানো বিজ্ঞপ্তির কাগজে 

ছেয়ে আছে নির্ঘুম এই দুচোখ। 

এ চোখের দেয়ালে জায়গা হবে না।

তাই আবারও বলছি, 

এ চোখে আর কখনো চোখ রেখো না।



    

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন