একজন প্রেমিকের আত্নকাহিনী

 একজন প্রেমিকের আত্নকাহিনী




আজ তোমার চলে যাওয়ার পঞ্চম বছর।আমার যদি অনেক টাকা থাকতো তবে আজকে একটা বিশাল পার্টি থ্রো করতাম।এই শহরের সব  হৃদয় পচে যাওয়া মানুষগুলোকে দাওয়াত দিতাম।তোমার সাথে প্রথম যেইদিন আমার দেখা হয় সেই তারিখটা আমার মনে নেই,তোমাকে প্রথম দেখেই যে আমি আমার মন,ভালোবাসা সব হারাতে বসেছিলাম সেখানে তারিখ কিভাবে মনে রাখি!!!তবে তুমি যেইদিন চলে গেলে, আমায় শেষবারের মতো বললে,"ভালো থেকো"। আমি সেইদিনটা আজো ভুলতে পারি নি। বছরের ৩৬৪ টি দিনে তোমার সাথে আমার সব সুখ স্মৃতিগুলো আমি একেকটা দিবস বানিয়ে উদযাপন করি। এইদিনগুলো আমায় বাচিয়ে রাখে শুধুমাত্র এই  একটা দিনের  কষ্ট সহ্য করার জন্য।😶


আজ আমার একটু নেশা দরকার, তোমাকে ভুলে থাকার নেশা🤨

নেশাখোরের শহরে নেশা কাউকে ছেড়ে চলে যায় না,আমরাই চলে যাই।


ভাবছি সব ভুলে যাবো,ভুলে যাবো আমাদের যত স্মৃতি।যদি গোল্ডেন ফিসের মতো আমার ১ সেকেন্ডের স্মৃতি হতো তবে কতোই না ভালো হতো!মাছটা সারাদিন একুরিয়ামে বন্দি অথচ তার যেনো স্বাধীনতা নিয়ে কোনো মাথা ব্যাথাই নেই। সারাদিন ছোট্ট জায়গাটাটিতে সাতরে বেড়ায়, সারাদিন ই খায়,এক দন্ড বিশ্রাম নেই। তার স্মৃতির প্রোগ্রামটাই যেনো এইভাবে সাজিয়ে দিয়েছেন মহান আল্লাহ। ১ সেকেন্ড আগে কি করছে মাছটা ভুলে যায় তাই সারাদিন ই থাকে তার কর্মচঞ্চলতা।


আমি মাঝে মাঝে ভাবি এইভাবে তোমার দেয়া স্মৃতিগুলো যদি আমার মাথায় ১ সেকেন্ড থাকতো তবে আমি কত ভালো থাকতাম!


আজ আমার কাছে কি মনে হয় জানো আমরা কত দায়িত্বের মধ্য দিয়ে যাই। আমি ভাবি,আমি যদি রাস্তার ঘুরে ফেরানো পাগলের মতো হতাম তবে আমার কোনো চিন্তাই থাকতো না,যেখানে রাত অইখানেই কাত। বার বার তোমার চেহারাটা মনে করার চেষ্টা করতাম, মুখে বিরবির করতাম তোমার নামটি। মানুষ বলতো, অই দেখ পাগলের সুখ মনে মনে,পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়!!!

আবার ভাবি, সবাইকেই তো দায়িত্বের মধ্য দিয়ে যেতে হয়,পাগলেরও তাই।।নিজেকে বাচিয়ে রাখাও তো এক ধরনের দায়িত্ব।

আমি ভেবেছিলাম,আমাদের বাচিয়ে রাখার দায়িত্বটা আমরা একসাথে দুজন দুজনকে ভালোবেসে কাটিয়ে দিবো কিন্তু তুমি ভয় পেলে। ভরশা করতে পারলে না আমার উপর। ছেড়ে চলে গেলে।


এইদিকে আমি তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষাকে রোজ রাতে মিথ্যে স্বপ্ন দেখিয়ে ঘুম পারাই। আজকাল আর ওদের মানাতে পারি না,আমার ঘুম পাড়ানোর গানগুলো এখন আর ওদের মনে ভেদ করে কানে যায় না।শুধু ভাবি এইভাবে কতদিন আর ওদের ভুলিয়ে রাখতে পারবো, তারা যে বিদ্রোহী। 


একদিন যুদ্ধ করে ভালোবেসেছি,মনের সাথে নিজের যুদ্ধ। প্রতিপক্ষ ছায়া দেশের লোক।কামানের গোলা,গুলি,গ্রেনেড কিছুতেই যেনো কিছু নয়। তবুও সে হেরেছে আমার কাছে তোমাকে ভালোবেসে।সাদা পতাকার রঙ মলিন হয়ে গেছে,বুঝে গেছি সন্ধির সব পথ বন্ধ। 


🍁এখন আর পিছনে যাওয়ার সুযোগ নেই। তুমি মরার জন্য ভালোবাসতে শিখেছিলে,প্রেমিক❤️




1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন