স্কুল জীবন 🍁 Sanjid's School Life

 ❤❤❤স্কুল জীবনের স্মৃতি ❤❤❤


স্কুলে সন্ধিবিচ্ছেদ পড়ছি, 

বিদ্যা+আলয়=বিদ্যালয়, বিদ্যা টা বুঝছিলাম কিন্তু আলয় কী তখনও বুঝতাম না। আজ বুঝি😔


❤৫ নং ছয়গাও কে,এম,সরকারি প্রাথমিক বিদ্যালয়❤


প্রথম শ্রেনী, ২০০২ সালে আব্বার সাথে গিয়ে ৫নং ছয়গাও কে,এম,সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। প্রথম প্রথম ক্লাসে পিছনে বসতাম। একটু ভয় ভয় লাগতো পরে একদিন শেফালী ম্যাডাম ক্লাসে ডাক দিয়া সামনে বসাইছিলেন।তারপর থেকে সামনে বসার চেষ্টাই করতাম।তখন প্রাইমেরী স্কুল ছিলো পুরাতন একতলা টিনশেড ভবন,স্কুলের সাথে বিশাল কড়ই গাছ।তখন আমাদের স্কুলে একটা পুলিশ ক্যাম্প ছিলো।  ক্লাস ওয়ানের রুমের দরজার ডান পাশে একজন পুলিশ দাড়ানো থাকতো,সামনে বস্তা দিয়ে ব্যারকেড দেয়া। প্রথম প্রথম পুলিশ ভয় পাইতাম পরে আর ভয় লাগতো না,পুলিশ এর থেকে চানাচুর,চকলেট কত খাইছি☺।পুলিশগুলা ভালো লোক ছিলো।আদর করতেন আমাদের।মনে আছে,Salahuddin Alamgir Manik Das,Nazrul Islam Niaz?


দ্বিতীয় শ্রেনী,স্কুলের পুরাতন ভবন ভেঙে ফেলা হলো।এইবার আমাদের জায়গা হলো খোলা মাঠে। মাঠেই বেঞ্চ বসানো হলো,উপরে দেয়া হলো পুরাতন ভবনের টিনের চাল। ভালোই লাগছিলো এই জায়গায় ক্লাস করতে, আশেপাশের সব দেখা যাইতো।আমার এখনো মনে আছে,সাজিয়া ম্যাডাম আমাকে দুইটা বেতের পিটান দিছিলো কিন্তু ম্যাডাম আমি এখনো বলছি আমার কিন্তু তখন  কোনো দোষ ছিলো না😁😁


তৃতীয় শ্রেনী,এইবার আমাদের জায়গা হলো নতুন ভবনে।খুব আনন্দ হইছিলো।নতুন দোতালা এত বড় স্কুল।ক্লাসরুম নতুন,ঝকঝকে পরিষ্কার।নতুন বোর্ড,নতুন বেঞ্চ।আর সবচেয়ে মজার বিষয়, এত বড় একটা ছাদ☺। তৃতীয় শ্রেনীতে আমার রোল ছিলো এক(০১)☺।এর পর আর  স্কুলে এক(০১)  হইতে পারি নাই। আমার বন্ধু মানিক আর তন্ময় ই হইছে😁।পড়াশোনা করতেও ভালো লাগতো। আমাদের মধ্যে তুমুল একটা প্রতিযোগীতা হইতো। মেয়েরা অবশ্য আলাদা ছিলো।


চতুর্থ শ্রেনী, অতটা মনে নাই।তবে তখন আমাদের ক্লাসে অনেক ছেলে ছিলো।জায়গা হইতো না রুমে।তবে বার্ষিক পরীক্ষায়  আমরা শুধু ৮ জন  ছেলেই পঞ্চম শ্রেনীতে উঠতে পারছিলাম আর সবাই আবারো চতুর্থ শ্রেনীতেই রয়ে গেছিলো,ওদের জন্য খারাপ লাগতো তখন।


পঞ্চম শ্রেনী, স্কুলের সবচেয়ে ছোট ক্লাস রুম ছিলো এইটা। পরে ভাবতাম,সবাই যদি পাস করতো তাইলে এই রুমে সবাই ক্লাস করতাম কেমনে। পঞ্চম শ্রেনীর কথা জীবনেও ভুলতে পারবো না।তখন তুমুল খেলাধুলা মাঠে আর উপরে তো বিশাল ছাদ আছেই।স্যান্ডেল দিয়া ফুটবল খেলতাম।ছাদে একবার তাল দিয়া ফুটবল খেলে আমার নখ উঠে গেছিলো। আমার সাথে বারি খাইয়া শফিকুলের নাক ফেটে গেছিলো😊। বৃত্তি পরীক্ষার জন্য তুমুল প্রেশার,, খেলাধুলা সব অফ।খালি পড়া আর পড়া,টিফিনেও শান্তি দেয় নাই ম্যাডামরা। আমরা বৃত্তি পরীক্ষা দিছিলাম ৮ জন, এর মধ্যে আমাদের স্কুলের আমরা ৭ জন বৃত্তি পাইছিলাম। ৪ টা ট্যালেন্টপুল আর ৩ টা সাধারন।আমরা বৃত্তি পাইছে,গ্রামের সবাই জানে,লাবু স্যারের বাড়িতে আমাদের বৃত্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্টান।আর এখন ছেলেমেয়েরা বৃত্তি পাইলে কেউ জানেই না।ওদের কে আমরা আনন্দ থেকে বঞ্চিত করি,আমাদের উচিত ওদের উৎসাহিত করা।


❤আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় ❤




  

ক্লাস সিক্সঃ নতুন স্কুল,নতুন স্যার,নতুন বন্ধু-বান্ধব সব মিলিয়ে খুব সুন্দর একটা অনুভূতি। ভালোই লাগছে।ক্লাসের প্রথম দিন ই সাখাওয়াত স্যারের হাতে কৃষিশিক্ষা ক্লাসে বেতের পিটান।😁। প্রাইমেরীর গন্ধ যায় নাই তো তাই স্যারেরা একটু পিটান দিয়া শুধরাইতে চাইছে। আরো পিটাইলে হয়তোবা আরেকটু মানুষ হইতাম।


ক্লাস সেভেনঃ ১ বছর হইছে,হাইস্কুলের ধারাগুলো বুঝতে শুরু করছি।আমাদের নিচে তখন একটা ক্লাস☺ভালোই লাগতো।এই বছর সাংস্কৃতিক অনুষ্টানে গান গেয়ে দ্বিতীয় হইছিলাম☺


ক্লাস এইটঃআমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হইছে ক্লাস এইট এর পড়াশোনা। এই ক্লাসের অংকে আমি মারাত্মক দূর্বল ছিলাম।যেই সাবজেক্ট ই পড়তাম, ভালো লাগতো না।বৃত্তি পরীক্ষা দিছিলাম, খুব বাজে পরীক্ষা হইছিলো।এত বাজে পরীক্ষা লাইফে দেই নাই।

আমরা অনেকেই পরীক্ষা দিছিলাম,হলে ব্যাপক মশা মারছি😁


ক্লাস নাইনঃ ব্যাপক আলোচনা,,কে কি নিবে।২০-২৫ জন সাইন্সে পড়ার ইচ্ছা প্রকাশ করলো। প্রথম কয়েকদিন ভালোই ক্লাস করলাম কিন্তু কিছুদিন পর মাত্র ৫ জন ই ছিলাম সাইন্সে,চার জন ছেলে আর একজন মেয়ে । কি মনে করে যে  আসে নাই । বিজ্ঞান ভবনে এসে ক্লাস, ভালোই লাগতো।বাজারে যাওয়ার 😉এক্সট্রা একটা সুযোগ


ক্লাস টেনঃভালোই দিনকাল চলছে। একুশে ফেব্রুয়ারিতে ব্যাপক মজা করছিলাম। সব বললে চাকরী থাকবেনা😁। তবে মনে একটা কষ্ট ছিলো সেই বছর যেকোনো কারনে  স্কুলে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা  হয় নাই।আমাদেরও ভলান্টিয়ার হয়ে দায়িত্ব নিয়ে অনুষ্ঠান করা হয় নি। এখনো বন্ধুদের আড্ডায় এই কথা মাঝে মাঝে মনে পড়ে সবার😔।


এরপর তো এস.এস.সি পরীক্ষা। পরীক্ষা দিলাম।ইংরেজী ২য় পত্র পরীক্ষায় জুতা পর্যন্ত খুলতে হইছে অনেকের যে নকল আনছে কিনা!

এস.এস.সি পরীক্ষার কথা ভুলতে পারবো না কোনোদিন।সিট প্লানিং পর্যন্ত মনে আছে।তারপর রেজাল্ট। চলে আসলাম 😔প্রিয় বিদ্যালয় ছেড়ে।


❤❤❤ভালোবাসার বিদ্যালয়❤❤❤

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন