ছড়া - টুনটুনি পাখি



ছড়া


টুনটুনি পাখি,

নাচো তো দেখি। 


না বাবা,নাচবো না, 

পরে গেলে বাচবো না। 

বড় আপুর বিয়ে, 

কসকো সাবান দিয়ে। 

কসকো সাবান ভালো না, 

বড় আপুর বিয়ে হলো না। 


#সংগ্রহীত 



পটভূমি ঃ ছড়াটি আবহমান বাংলার একটি সূপরিচিত ছড়া। এখন মোবাইলে গেমসের যুগ।গত ১০-১৫ বছর আগেও এই ছড়া কেটে ছোট ছোট ছেলে-মেয়েরা খেলা করতো। টুনটুনি পাখির সাথে মজার ছলে বলা কথাগুলো ছড়াটির গল্প।

টুনটুনি পাখি গাছের ফাকে, কার্নিশের ছাদে, লোকালয়ে, বনে সারাদিন ছোটাছুটি করে😊তার যেনো কোনো বিশ্রাম নেই! এই জন্য টুনটুনিকে ছড়াতে নাচতে বলা হইছে কিন্তু টুনটুনি নাছোড়বান্দা। সে এখন নাচবে না, নাচলে যদি পা ভেংগে যায় আর সামনেই তার বোনের বিয়ে 😊



এই ছড়ার কবি আমি নই। শুধুমাত্র সংরক্ষণের জন্য ছড়াটি লিখে রাখলাম। 


এমন আরো ছড়া পড়তে ক্লিক করুন...

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন