লাকার্তা-Lakarta (গ্রাম নিয়ে কবিতা)

গ্রামের নাম লাকার্তা 





স্বর্ণের খনি দেখিনি,

দেখেছি লাকার্তার মাটি 

বুক চিড়ে সাজিয়ে রাখে নবান্নের সোনালী ফসল।


আকাশের তারা গুনি নি, 

গুনেছি উত্তরের বিলে শাপলার মন।

ঢেউয়ে লুটোপুটি খায়, আমাকে গননা শেখায়। 


বাশির সুর শুনি নি, 

শুনেছি মনারডগে তাল পাতার ঝনঝনানি।

তারা সুর শোনায়, আমাকে ঘুম পাড়ায়। 


শীতের কুয়াশা খাইনি,

খেয়েছি খালে-বিলে ধরা কৈ মাছের ঝোল।

মন মনে পড়ায়, দূরে এসে সেই স্বাদ খুজে বেড়ায়।


সোডিয়াম বাতি খুজিনি, 

খুজেছি  মসজিদের ঘাটলায় বসে চাদের ছায়া। 

পুকুরের জলে এসে মিশে যায়, আমার চোখ ধাধায়! 


জোনাকির আলো দেখিনি, 

দেখেছি লাকার্তার মুক্তিসেনাদের।  

তারা আলো জ্বালায়,মুক্তির চেতনা বিলায়।


অনেক দিন দেখা হয়নি,

দেখা হবে কোনো এক প্রহরে।

একসাথে বেচে থেকে, একসাথে ভালোবেসে।


শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার একটি ঐতিহ্যবাহী গ্রামের নাম লাকার্তা।অপরূপ সৌন্দর্যের লীলাভূমি লাকার্তা গ্রাম। সবচেয়ে মুগ্ধকর ব্যাপার হচ্ছে লাকার্তা গ্রামের মানুষের সরলতামুখর হাসি। 

কবিতার কয়েকটি লাইন দিয়ে হয়তো লাকার্তা গ্রামকে বিচার করা নেহাৎ বোকামী। এই সৌন্দর্য অবলোকন করতে হলে অবশ্যই লাকার্তা আসতে হবে।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন