একা থাকো

 

একা থাকার গল্পকার
  


একা থাকো,সানজিদ।

এই ব্যর্থ উল্লাস তোমাকে মেরে ফেলবে।

তুমি স্বপ্ন দেখেছো,হাসতে শিখছো,

কি দরকার ছিলো এতকিছুর? 

স্বপ্ন ছাড়াও চোখ দেখে, 

হাসি ছাড়াও জীবন বাচে।

দরকার শুধু একা থাকার। 

বলছি,একা থাকো, সানজিদ। 


 কবিতার ভাঙা অংশ...


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন