ভালোবাসার কালো গোলাপ -Black Rose.


তুমি আমার জন্য এক সমুদ্র

ভালোবাসা নিয়ে বসে থাকতে।

প্রতিদিন সমুদ্রের বুকে সূর্যোদয় - সূর্যাস্ত দেখতে।

অথচ

আমার সমুদ্র পাড়ি দেওয়ার সাহস ছিলো না।

সমুদ্রের ঢেউয়ে আমার ভয় ছিলো 😐


আমি পালিয়েছিলাম। 


তোমার কল্পনায়,ভালোবাসায় আমি কি ছিলাম!

তোমার সমস্ত ধারনার রূপরেখা বদলে 

তোমার হাতে দিয়েছি 

এক নিষ্প্রাণ শুকনো কালো গোলাপ



আমি চাই তুমি ভালো থাকো,ভুলে থাকো।



কাংখিত স্পর্শ ও করোনার দেয়াল কবিতাটি পড়তে ক্লিক করুন.... 

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন