দূর্ভিক্ষের সংকেত

 

অস্তমিত সূর্য শেষ সময়ের প্রতিচ্ছবি 


সময়ের ক্রীতদাস আমি,

বিনয়ের সাথে সময়কেই খেয়ে চলেছি!

আমার সূচালো দাতে পিষ্ট হয়ে 

সময়ের বহুবার মরার দশা।


তার বিক্ষুব্ধ চিৎকারে 

ঘুম ভেঙেছে বহু শতাব্দীর,

জেগে উঠেছে স্বপ্নবাজ বর্ণমালা।

আমার ফিরে দেখার সময় হয় নি! 

আমি খেয়েই চলেছি।


পেট টা ঢাসা হয়ে গেছে 

একগাদা সময়ের ডিজিটে।

ঘড়ির শূচালো কাটাগুলো বড্ড নির্মম,

শরীরটাকে ক্ষত-বিক্ষত করে  যায় প্রতিদিন।

আমার হুশ হয় নি, 

আমি সহ্য করছি মহা আনন্দে!


অবশেষে একদিন , 

সময়ের গুদামে দূর্ভিক্ষের সংকেত!

সেকেন্ডের কাটা হটাৎ থেমে গেছে,

আমি বুঝে গেছি এবার আমায় ফিরতে  হবে!



>ঘুমিয়ে কাটিয়েছি বহুবেলা তাই এখন চোখ বুঝলেও এলার্মের ডাকের অপেক্ষা করি!!এবার আমায় যেতে হবে জীবনযুদ্ধে! 

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন