তৃষ্ণা- পেছনে ফেলা এক মিঠা পানির সমুদ্র

 

মিঠা পানির সমুদ্র ছেড়ে দূরে গিয়ে দেখি এই তৃষ্ণা আর কিছুতে মেটবার নয়...



মরুর বুকে এক ক্লান্ত পথিক আমি, 


একটু পানির খোজে


 মরিচিকার পিছনে ছুটেছি কতকাল


অথচ 


আমার ঠিক পিছনেই বিশাল মিঠা পানির সমুদ্র। 


যত দিনে ফিরে এসেছি 


ততোদিনে তীর ঘেষে উঠে গেছে ঘাসের দেয়াল।


ঘাসের দেয়ালে চোখ রেখে উকি দিয়েছি,


দেখি তীরে জমাট বাধা কোলাহলে আমি বেমানান।


এক আধটু চিৎকার করেছিলাম, 


সমুদ্রের গর্জনে তা কোথায় হারিয়ে গেলো!


আমি চেয়ে আছি এক বুক তৃষ্ণায় 


তাতে  জমে আছে রাজ্যের হাহাকার।


আকাশ ভেঙে বৃষ্টি, 


বন্যায় ভেসে যাওয়া মরু প্রান্তর। 


এ তৃষ্ণা  আর মেটবার নয়।  



> কবিতা মানুষের জীবনে ঘটে যাওয়া গল্পের প্রতিচ্ছবি। শুধু তাতে একটু রঙ মিশিয়ে দিলেই হয়! জানেন তো,চোখের জলেরও একটা রঙ আছে!! 



1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন